• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ঢাবির ‘চ’ ইউনিটে পাস করেছে ১৯ শতাংশ শিক্ষার্থী

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৮, ১৪:২৮
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীন ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর এই ইউনিটে ১৯ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সোমবার (০৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে। এসএমএসের DU CHA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩ হাজার ৬৮১ শিক্ষার্থী। এর মধ্যে অঙ্কন পরীক্ষার জন্য উত্তীর্ণ হয় ১ হাজার ৫৬৬ জন। এরপর সেখান থেকে অঙ্কন পরীক্ষায় উত্তীর্ণ হয় ২৬৯ জন। পাশের হার শতকরা ১৯ দশমিক ৪৫ভাগ। ‘চ’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১৩৫টি।

/রবিউল

ঢাকা বিশ্ববিদ্যালয়,‘চ’ ইউনিট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close