• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

নভেম্বরে আসছে ৩৯ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৮, ১১:৫০
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের নভেম্বরে দেশে ৩৯ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নির্বাচিত প্রার্থীদের নিয়োগের জন্য এ সুপারিশ করবে।

বর্তমানে দেশে বেসরকরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩৯ হাজার শিক্ষক সঙ্কট রয়েছে। এছাড়া গত ২ বছর যাবত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে।

সম্পর্কিত খবর

    এদিকে ১৪তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। এনটিআরসিএর বিদায়ী চেয়ারম্যান আজাহার হোসেন জানেয়ছেন, চলতি মাসের শেষের দিকে চূড়ান্ত ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে

    এনটিআরসিএ কাছে বেসরকারি প্রতিষ্ঠানের শূন্য শিক্ষকের ৩৮ হাজার ৮০০ জন শিক্ষকের তালিকা পাঠানো হয়েছে। এ তালিকা সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কমকর্তাদের মাধ্যমে যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হবে। এরপর গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মোধাক্রমে নিয়োগ দিতে সুপারিশ করবে এ প্রতিষ্ঠানটি।

    প্রসঙ্গত, জেলা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে জাতীয় ভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা করবেন সরকার। এতে এক জেলার প্রার্থী যে কোনও জেলার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া নিয়োগের ক্ষেত্রে সব কোটা বাতিল করে কেবল নারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা ৩০ শতাংশ বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি শারীরচর্চা শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

    /রবিউল

    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close