• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২২ মাসের বকেয়া বেতনের দাবিতে জনকণ্ঠে কর্মবিরতি

প্রকাশ:  ০১ অক্টোবর ২০১৮, ২১:৫১ | আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ২১:৫৯
নিজস্ব প্রতিবেদক

মাসের পর মাস বেতন-ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে গেছে দেশের একটি গণ্যমাধ্যমের কর্মীদের। দীর্ঘ ২২ মাসের বেশি সময় ধরে বকেয়া বেতন-ভাতার পাচ্ছেন না তারা। তাই তাদের বেতন - ভাতার দাবিতে দেশের দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতিতে নেমেছেন।

সোমবার (১ অক্টোবর) বিকেল ৪টা থেকে তাদের কর্মবিরতি শুরু হয়।

বেতন-ভাতার দাবিতে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মাসের পর মাস বেতন-ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। তাই বকেয়া বেতন-ভাতা পরিশোধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাংবাদিক জানান, ২২ মাসের বকেয়া বেতন-ভাতা কবে নাগাদ পরিশোধ করা হবে এ ব্যাপারে জানতে আজ দুপুরে কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। আন্দোলন করে কোনো লাভ হবে না বলে শাসানো হয়। এরপরই কর্মবিরতি পালনের তাৎক্ষণিক সিদ্ধান্ত হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দৈনিক জনকণ্ঠের সাংবাদিকদের ২২ মাসের বেতন-ভাতার যৌক্তিক দাবিতে ইস্কাটনস্থ প্রতিষ্ঠানটির কার্যালয়ে সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন চালিয়ে জাচ্ছিলেন।

জনকণ্ঠ,বকেয়া বেতন,কর্মবিরতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close