• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ডি-লিট ডিগ্রি পেলেন হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন

প্রকাশ:  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৮
রাবি প্রতিনিধি

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার (ডি-লিট) ডিগ্রি পেলেন হয়েছেন উপমহাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন।

শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তনে তাদেরকে এই ডিগ্রি ও অভিজ্ঞানপত্র প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে ভারতের আসাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে সম্মানসূচক ডি-লিট ডিগ্রিতে ভূষিত হন হাসান আজিজুল হক। তিনি মূলত গল্পকার। ভাষা ব্যবহারের নৈপুণ্য এবং জীবনবোধের গভীরতার কারণে তিনি দেশ-বিদেশে সমাদৃত। গল্প লেখার পাশাপাশি উপন্যাস লেখায়ও তিনি সিদ্ধহস্ত। প্রবন্ধকার হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। পৃথিবীর উল্লেখযোগ্য প্রায় সব ভাষায় তার সাহিত্য অনূদিত হয়েছে।

এদিকে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সেলিনা হোসেন ২০১০ সালে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রিতে ভূষিত হন। তিনি মূলত কথা সাহিত্যিক। বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাস তার কথা সাহিত্যের বিষয়বস্তু।

রাজশাহী বিশ্ববিদ্যালয়,ডি-লিট ডিগ্রি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close