• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শূন্য রানেই ফিরে গেলেন সৌম্য

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৩ | আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৮
স্পোর্টস ডেস্ক

শূন্য রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার। তাকে আউট করে টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন পাকিস্তানি ফাস্ট বোলার জুনায়েদ খান। ইনিংসের ৩য় তম ওভারের ৫ম বলে ক্যাচ আউট হন সৌম্য। এ প্রতিবেদন লেখা পযন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫ রান, ওভার ৩।

এর আগে বুধবার (২৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। সরাসরি সম্প্রচার করছে বিটিভি, মাছরাঙা এবং গাজী টিভি।

বাংলাদেশ একাদশে আজকে তিনটি পরিবর্তন এসেছে। আঙুলের চোটে খেলছেন না সাকিব আল হাসান। তার জায়গায় খেলছেন মুমিনুল হক। সৌম্য সরকার ও রুবেল হোসেনও একাদশে এসেছেন। নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু বাদ পড়েছেন।

পাকিস্তান দলে পরিবর্তন এসেছে একটি। মোহাম্মদ আমিরের জায়গায় একাদশে এসেছেন আরেক পেসার জুনাইদ খান।

চলতি এশিয়া কাপে বাংলাদেশ এবং পাকিস্তান- দু’দলেরই পারফরম্যান্স একই রকম। দু’দলই এখনও পর্যন্ত একই রকম খেলেছে। জিতেছে আফগানিস্তানের বিপক্ষে। তাও একেবারে শেষ ওভারের রোমাঞ্চ তৈরি করে। হেরেছে ভারতের কাছে। খুবই বাজে ব্যাটিং করে।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ভারত। শেষ ম্যাচে টাই হওয়ার কারণে তাদের পয়েন্ট ৫। ২৮ সেপ্টেম্বর দুবাইতে ফাইনালে ভারতের সঙ্গী হবে কে? সেটা নির্ধারণ হবে আজ আবুধাবিতে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটি দিয়ে। যে কারণে এই ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত সেমিফাইনালে। জিতলেই ফাইনাল, হারলে বিদায়। এই সমীকরণ নিয়েই মাঠে খেলতে নেমেছে দু’দল।

পাকিস্তানের সাথে বাংলাদেশের মুখোমুখি হয়েছে মোট ৩৫ বার। যেখানে পাকিস্তানের ৩১টি জয়ের বিপরীতে মাত্র ৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ। তাছাড়া এশিয়া কাপে দুই দল খেলেছে ১২টি ম্যাচ। মহাদেশীয় এ টুর্নামেন্টে পাকিস্তানকে কখনও হারাতে পারেনি মাশরাফি বাহিনী। ১২ ম্যাচের ১২টিই জিতেছে পাকিস্তান।

দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২১০১৫ সালে। নিজেদের মাঠে বাংলাদেশ হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তানকে। এর পর দুই দল আর মুখোমুখি হয়নি।

/অ-ভি

বাংলাদেশ,ক্রিকেট,এশিয়া কাপ,পাকিস্তান,সৌম্য সরকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close