• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা, ফারমার্স ব্যাংকের ৬ কর্মকর্তাকে তলব

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৫
নিজস্ব প্রতিবেদক

ফারমার্স ব্যাংক থেকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) অ্যাকাউন্টে চার কোটি টাকা জমা হওয়ার বিষয়টি তদন্ত করতে ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমসহ ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১৬ সালের ৬ নভেম্বর নিরঞ্জন চন্দ্র সাহা ও শাহজাহান নামে দুজন ব্যক্তি ফারমার্স ব্যাংকের গুলশান শাখায় আলাদা দুটি ঋণ একাউন্ট খোলেন। যাতে ঠিকানা ব্যবহার করা হয় তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উত্তরার বাসার। এর দুদিন পর ৮ই নভেম্বর ওই ব্যাংক হিসাবের বিপরীতে সুরেন্দ কুমার সিনহা চার কোটি টাকার আলাদা দুটি পে অর্ডার পাঠান। যা তার বেতন অ্যাকাউন্টে জমা করার নির্দেশ দেয়া হয়। সে সময়কার ফারমার্স ব্যাংকের গুলশান শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালককে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করেছে দুদক।

সম্পর্কিত খবর

    দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, জালিয়াতির মাধ্যমে চার কোটি টাকা ঋণ অনুমোদন করিয়ে ভিন্ন ব্যক্তির নামে স্থানান্তর দেখিয়ে আত্মসাত এবং মানিলণ্ডারিং এর অভিযোগে ফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ছয় কর্মকর্তাকে ২৬ সেপ্টেম্বর তলব করেছে দুদক। টাকাটা কার একাউন্টে গেছে সেটাই অনুসন্ধানের বিষয়।

    এদিকে সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার লেখা বইয়ে অন্য বিচারকদের নিয়ে যে মন্তব্য করেছেন তাতে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, 'যাদের সঙ্গে উনি বেঞ্চে বসেছেন উনাদের সম্পর্কে বাজে কথা বলা এটা খুবই অগ্রহণযোগ্য। তিনি নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করেছেন'

    বিচারপতি সিনহা যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে তার ভাই অনন্ত কুমার সিনহার নামে ২কোটি ৩০ লাখ টাকায় একটি বাড়ি কিনেছেন বলে সম্প্রতি গণমাধ্যমে রিপোর্ট হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close