• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশ হেফাজতে নির্মাতা রাশেদ রাহা

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৩
নিজস্ব প্রতিবেদক

কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন নির্মাতা রাশেদ রাহা। ‘নোলক’ ছবিতে পরিচালকের পদ থেকে তার নাম বাদ দেওয়ায় আলোচনা আসেন তিনি। তবে নতুন আরও একটি ঘটনার মাধ্যমে ফের আলোচনায় এলেন এই নির্মাতা।

সূত্র জানায়, শাহাদাত হোসেন সাগর নামের এক প্রযোজকের কাছ থেকে ৫ লাখ টাকা নেন তিনি। তবে টাকা নেওয়ার পরেও প্রোডাকশান বুঝিয়ে দেননি তিনি। এ অভিযোগে তাকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।পূর্বপশ্চিমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দর থানার এসআই নাজমুল।

সম্পর্কিত খবর

    জানা যায়, দীর্ঘদিন পূর্বে প্রযোজক সাগরের কাছ থেকে টিভি প্রোডাকশন বানানোর কথা বলে ৫ লক্ষ টাকা নেয় রাশেদ রাহা। যার প্রমাণস্বরূপ প্রযোজকের কাছে ৩০০ টাকার সরকারি স্ট্যাম্পে লিখিত প্রমাণাদি রয়েছে।

    এ প্রসঙ্গে ভুক্তভোগী প্রযোজক জানান, আমি তাকে যে কারণে অর্থ প্রদান করেছিলাম, তার কোনো কিছুই আমি বুঝে পাইনি।এ বিষয়ে কথা বলতে তার শুটিংস্পটে গেলে আলোচনার এক পর্যায়ে সে আমার গায়ে হাত তোলে। তারপরে আমি আমার বন্ধুকে ফোন দিলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তাকেসহ পুরো ইউনিটকে আটক করে বিমান বন্দর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। পরে শুটিং ইউনিটকে ছেড়ে দিলেও রাশেদ রাহাকে বিমান বন্দর থানায় আটকে রেখেছে পুলিশ।

    প্রসঙ্গত, কিছুদিন আগে দায়িত্বহীনতা ও কর্তব্যে অবহেলার অভিযোগে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নায়িকা ববি অভিনীত ‘নোলক’ ছবির পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়ে রাশেদ রাহাকে।

    /এটিএম/রবিউল

    রাশেদ রাহা,নোলক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close