• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

জাতীয় ঐক্যের সমন্বয়ে হচ্ছে লিয়াজোঁ কমিটি

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৯
নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গড়ে উঠা ‘বৃহত্তর জাতীয় ঐক্য’র রূপরেখা, কর্মপন্থা ও কর্মসূচি প্রণয়নে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর মতিঝিলে সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট নেতাদের বৈঠকে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ই বৈঠকে সিদ্ধান্ত হয়, ঐক্যের এই দুই জোট ও বিএনপি জোট থেকে তিনজন করে প্রতিনিধি নিয়ে গঠিত হবে এ কমিটি।

আজ মঙ্গলবার বিকেলে লিয়াজোঁ কমিটি গঠনের বিষয়ে বৈঠকে বসবে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়া দলগুলো। বৈঠকে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাতে বৈঠক শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেছিলেন, শুধু লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।

ওই বৈঠকে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের শরিক তিন দলের মধ্যে তার নেতৃত্বাধীন বিকল্পধারা ও নাগরিক ঐক্যের কেউ উপস্থিত ছিলেন না। কেবল জাসদের (জেএসডি) প্রধান আ স ম আবদুর রব উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিতি একজন জানিয়েছেন, লিয়াজোঁ কমিটির সদস্য ১০ জনের বেশি হবে না।

/এসএম

জাতীয় ঐক্য,লিয়াজোঁ কমিটি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close