• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

প্রমাণ পেলেই সিনহার বিরুদ্ধে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩০
নিজস্ব প্রতিবেদক

সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সর্ম্পকে আইনমন্ত্রীর মন্তব্য নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দালিলিক প্রমাণ পেলেই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তথ্যপ্রমাণ ছাড়া কারো কথায় মামলা হবে না।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবার মাহমুদ এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, বেসিক ব্যাংকের দুই ব্যক্তিকে চার কোটি টাকা ঋণ দেওয়ার বিষয় নিয়ে দুদকের অনুসন্ধান চলছে।

এসকে সিনহা এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত আছেন কিনা এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, এটা অনেক বড় বিষয়। এ নিয়ে আমাদের বিব্রত না করাই ভালো।

এরআগে রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাঁদমারী এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সমিতির কার্যকরি কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আইনমন্ত্রী সাবেক বিচারপতি এসকে সিনহাকে দুর্নীতিবাজ বলে অভিহিত করেন।

/এসএম

দুদক চেয়ারম্যান,ইকবাল মাহমুদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close