• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

২৫০’র মাইলফলকে মাশরাফি

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৬ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৬
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেট শিকারে রেকর্ড গড়লেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নামার আগে ২৪৮ উইকেট ছিল মাশরাফির। পরে আফগান অধিনায়ক আসগর আফগান ও শহিদিকে তুলে নিয়ে মাইলফলকে পৌঁছান তিনি।

মাশরাফির পরে ২৪৩ উইকেট নিয়ে বাংলাদেশি হিসেবে দ্বিতীয়স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এদিকে বিশ্বের ২৫তম বোলার হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেট পেলেন মাশরাফি। এ তালিকায় তার ঠিক ওপরেই আছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (২৫৩)। তবে ৫০ ওভারের ফরম্যাটে ৫৩৪ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন শ্রীলঙ্কান সাবেক কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

২৫০ উইকেট শিকারের পথে ১৯৪টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৫ উইকেট পেয়েছেন ১ বার। আর ৪ উইকেট পেয়েছেন ৭ বার।

-একে

মাশরাফি বিন মর্তুজা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close