• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকায় পৌঁছেছে প্যানেল মেয়র ওসমান গণির মরদেহ

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৭
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গণির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়েছে। রোববার দুপুর ১২টায় মরদেহ বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট SQ448 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

সম্পর্কিত খবর

    পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নগর ভবনের সামনে রাখা হবে মরদেহ।

    দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর বাড্ডা আলাতুন্নেছা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

    এর আগে গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

    প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে পড়ায় ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর প্যানেল মেয়র মনোনয়ন দেয় সরকার। এমন পরিস্থিতিতে উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ওমসান গণিকে প্যানেলে এক নম্বর সদস্য করে তিন সদস্যের প্যানেল মনোনয়ন দেয় সরকার। পরবর্তীতে মেয়র আনিসুল হক মারা যাওয়ায় প্যানেল মেয়ররা দায়িত্ব পালন করছিলেন।

    /এসএম

    প্যানেল মেয়র ওসমান গণি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close