• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

প্রধানমন্ত্রীর পরামর্শদাতা ভারতীয় ‘র’ ও ইসরায়েলের ‘মোসাদ’ : জাফরুল্লাহ

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৩
নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী যা বলেন, তা করেন না। উনার মূল পরামর্শদাতা ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও ইসরায়েলের মোসাদ। কিন্তু আমরা ঐক্য প্রক্রিয়া করছি শান্তির বাংলাদেশের জন্য।’

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, ‘সোজা পথে আসেন। আপনার বাবা বঙ্গবন্ধুও সংসদ ভেঙে দিয়েছিলেন। আপনিও নির্বাচনের আগে তা ভেঙে দিন। তারপর দেশে সুষ্ঠু নির্বাচন দিন।’

এর আগে, শনিবার বিকাল ৩টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শুরু হয় গণফোরাম নেতা কামাল হোসেনের উদ্যোগে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন যুক্তফ্রন্টের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী।

সমাবেশের মঞ্চে উপস্থিত আছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মোশাররফ হোসেন, মঈন খান।

২০ দলের নেতাদের মধ্যে আছেন বিজেপির আন্দালিব রহমান পার্থ, মাওলানা নুর হোসাইন কাসেমী, আহমদ আবদুল কাদের, মুস্তাফিজুর রহমান ইরান।

নাগরিক সমাজের পক্ষে আছেন ব্যারিস্টার মঈনুল হোসেন, জাফরুল্লাহ চৌধুরী।

ঐক্য প্রক্রিয়ার নেতাদের মধ্যে আছেন মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, সুলতান মনসুর প্রমুখ।

-একে

ডা. জাফরুল্লাহ চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close