• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজশাহীতে বাসের ধাক্কায় নিহত ৩

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৩
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় দাঁড়িয়ে থাকা একটি বিকল বালুর ট্রাকে বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতাল ও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে পুঠিয়া উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের তারাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন ট্রাকের সহকারী ও একজন বাসের সহকারী বলে পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ জানান।

নিহতরা হলেন- বাসের সহকারী রিপু (২৫) ও ট্রাকের চালক জাকির হোসেন (৩৫)। এদের মধ্যে রিপুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এবং জাকিরের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে। তবে ট্রাকের হেলপারের নাম জানা যায়নি।

পুঠিয়া থানার ওসি সাকিল জানান, বালিবাহী একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পিছন থেকে ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক, সহকারী ও বাসের সহকারী নিহত হন। ট্রাকের চালক ও সহকারী ট্রাকের নিচে ছিলেন।

ওসি আরো বলেন, এ ঘটনায় আহত হন বাসের অন্তত ১৫ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।

/পি.এস

রাজশাহী,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close