• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উত্তরায় বিপুল পরিমাণ ‘খাট’ জব্দ, আটক ২

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৯
নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো

রাজধানীর উত্তরা থেকে প্রায় ৩৯৫ কেজি নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) বা খাট জব্দ করেছে পুলিশ। বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি গোডাউন থেকে এসব মাদক জব্দ করা হয়। এসময় আটক করা হয়েছে দুই ব্যক্তিকে।

আটকরা হলেন গোডাউন মালিক জমুল ইসলাম তালুকদার ও তার সহযোগী মাহবুবুর রহমান পলাশ।

পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় উত্তরার সেক্টর ১৪ এর ১ নম্বর রোডের ১০ নম্বর বাসার একটি গোডাউন থেকে এনপিএস বা খাট নামের এই মাদক উদ্ধার করা হয়। ওই গোডাউনে ৩৪টি কাগজের কার্টনে এসব মাদক মজুদ করে রাখা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মো. কামরুজ্জামান।

মো. কামরুজ্জামান বলেন, উদ্ধার এনপিএস বা খাট নামের এসব মাদক ইথিওপিয়া থেকে আমদানির পর ওই গোডাউনে মজুদ করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল ১৪ নম্বর সেক্টরের ওই গোডাউন থেকে এসব মাদক উদ্ধার করেছে। এ সময় গোডাউনের মালিকসহ এক সহযোগীকে আটক করা হয়েছে।

/এসএম

খাট,আটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close