• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের অস্ত্রবাজি, বোমাবাজি

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৮
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম কলেজে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ফের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কলেজের সামনে বেশ কয়েকটি হাতবোমা ফুটানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো কমিটিতে পদবঞ্চিতরা কলেজের ভেতরে বিক্ষোভ করতে থাকে। বেলা পৌনে ১টার দিকে বহিরাগত বেশকিছু যুবক গণি বেকারি ও আশপাশের এলাকায় অবস্থান নেয়।

এসময় কলেজ থেকে একটি মিছিল নিয়ে তারা গণি বেকারির দিকে এলে সেখানে বহিরাগত যুবকরা সে মিছিলটিতে যোগ দিতে যায়। এসময় তাদের অনেকের হাতে ধারালো অস্ত্রশস্ত্র ছিল।

মিছিলটি গুলজারের দিকে গিয়ে পুনরায় গণি বেকারির দিকে আসলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

দুই পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়া, ভাংচুর-বিস্ফোরণে এসময় কলেজ শিক্ষার্থী ও বিভিন্ন স্কুলে আসা অভিবাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) নোবেল চাকমা বলেন, ‘পদবঞ্চিতরা মিছিল নিয়ে গণি বেকারির দিকে আসার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।’

প্রসঙ্গত, গত সোমবার রাতে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ২৫ সদস্যের কমিটি ঘোষণা করে মহানগর ছাত্রলীগ। কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার কলেজের সামনের সড়ক অবরোধ করে রাথে পদবঞ্চিতরা।

-একে

ছাত্রলীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close