• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেসির হ্যাটট্রিকে বার্সার দুরন্ত সূচনা

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৬
স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮-১৯ মৌসুমে লিওনেল মেসির হ্যাটট্রিকের রাতে ডাচ ক্লাব পিএসভি আইন্দোহোপেন ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে ন্যু ক্যাম্পে প্রতিপক্ষকে নিয়ে গোল উৎসব করেছে কাতালান ক্লাবটি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরো ৩ গোল করে করে দলটি। স্যামুয়েল উমতিতি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও শেষ ১১ মিনিটেও দাপট ধরে রেখে খেলেছে এরনেস্তো ভালভেরদের দল।

ম্যাচের ৩১ মিনিটে লিওনেল মেসি গোলের খাতা খোলেন। ৭৪ মিনিটে উসমান ডেম্বেলে দূরপাল্লার শটে দুর্দান্ত এক গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৩ মিনিটের ব্যবধানেই স্কোর লাইন ৩-০ করেন লিওনেল মেসি। ইভান রকিতিচের বুদ্ধিদীপ্ত পাস থেকে দুর্দান্ত ফিনিশিং ছিল মেসির। তবে রকিতিচের এসিস্টটিও ছিল চোখে লেগে থাকার মতো।

৭৯ মিনিটে পিএসভি’র উইংগার লোজানোকে ফাউল করলে দ্বিতীয় হলুদ হার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার উমতিতি। ১০ জনের দলে পরিণত হলেও এতোটুকু ধার কমেনি বার্সার। ৮৭ মিনিটেই চতুর্থ গোল তাদের। লুইস সুয়ারেজের এসিস্ট থেকে এবার নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি।

চ্যাম্পিয়ন্স লিগে এদিন অষ্টম হ্যাটট্রিকের দেখা পেয়ে ছাড়িয়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদোকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক এখন মেসি (৮টি)। সাত হ্যাটট্রিক নিয়ে দ্বিতীয় অবস্থানে রোনালদো।

দিনের অন্য ম্যাচে ইন্টার মিলান ২-১ গোলে হারিয়েছে টটেনহামকে।

/রবিউল

চ্যাম্পিয়ন্স লিগ,লিওনেল মেসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close