• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

শেখা হাসিনা হিন্দিতে ও মোদি বাংলায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৭ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৪
পূর্বপশ্চিম ডেস্ক

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ও ডুয়েলগেজ প্রকল্পের নির্মাণকাজ যৌথভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তারা একে অপরকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের নির্মাণকাজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। সোমবার (১৭ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ছিল। অনুষ্ঠানের এক ফাঁকে হিন্দিতে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হিন্দিতে নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীজী, আপকো (আপনাকে) ধন্যবাদ। কাল আপকে জনমদিন থে (গতকাল আপনার জন্মদিন ছিল), জনমদিন মোবারক হো (জন্মদিনের শুভেচ্ছা নেবেন)। অর আপ দীর্ঘজীবী হো (আপনি দীর্ঘজীবী হোন)।

এদিকে নরেন্দ্র মোদি নিজের বক্তব্য রাখার সময় আসছে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানান। মোদি বাংলায় বলেন, ‘শুভ জন্মদিন’।

/রবিউল

বাংলাদেশ-ভারত,শেখ হাসিনা,নরেন্দ্র মোদি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close