• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাথাপিছু আয় ১ হাজার ৭৫১ ডলার, জিডিপি ৭ দশমিক ৮৬ শতাংশ

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১১ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৭
নিজস্ব প্রতিবেদক

২০১৭-১৮ অর্থবছরে মাথাপিছু আয় হয়েছে এক হাজার ৭৫১ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৩ টাকা) প্রায় এক লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা। এছাড়াও চলতি এ অর্থ বছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। যা প্রাথমিক হিসেবে ছিল ৭ দশমিক ৬৫ শতাংশ।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধির রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে উপস্থাপন করা হয়।

বিবিএস প্রতি বছরই অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এসে জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়সহ বিভিন্ন খাতের সাময়িক হিসাব প্রকাশ করে থাকে। অর্থবছর শেষে গিয়ে বিবিএস চূড়ান্ত হিসাব প্রকাশ করে।

সভা শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া রিপোর্ট প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এসময় তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জন রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। অথচ লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৪ শতাংশে। এছাড়া মাথাপিছু আয় হয়েছে এক হাজার ৭৫১ ডলার।

/এসএম

জিডিপি,মাথাপিছু আয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close