• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বরগুনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা, আটক ৩

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪০ | আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৩
বরিশাল প্রতিনিধি

বরগুনার বামনায় জমি নিয়ে বিরোধের জেরে আসমা বেগম ডালিম (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন নিহতের পরিবারের আরও ছয় সদস্য। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় যাদবপুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই এলাকার মো. মাওলা মোল্লার স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, আসমা বেগম তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠায় পুলিশ। হামলায় আহতদের ছয় জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- মতি মোল্লা (৫০), মাওলা মোল্লা (৫৫), আহম্মেদ মোল্লা (৬০), মাহমুদা বেগম (৪০), সালমা বেগম (৪৫) ও হাসান (২৫)।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হারুন আকন (৬৫), আসমা আক্তার (২৫) ও লাকী বেগম (৩৮) নামে তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মো. মাওলা মোল্লা গংদের সঙ্গে মো. নিজাম আকন গংদের বিরোধ চলে আসছিল। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে মতি মোল্লা ধানের চারা রোপনের উদ্দেশে মাঠের দিকে রওনা দিয়ে যাদবপুড়া বাজারের কাছে পৌঁছে। এসময় নিজাম আকনসহ (৩৭) প্রায় ১০ থেকে ১২ জন তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালান। মতি মোল্লার স্ত্রী সালমা বেগম (৪৫) হামলাকারীদের বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি পেটান হামলাকারীরা।

এসময় সালমা বেগম অজ্ঞান হয়ে পরলে মাওলা মোল্লার স্ত্রী আসমা আক্তার দৌড়ে এসে ঘটনার প্রতিবাদ জানান। হামলাকারীরা এসময় তার মাথায় আঘাত করে। লাঠির আঘাতে আসমা বেগম ঘটনাস্থলেই পড়ে যান। পরে তার স্বামী ও সন্তানসহ আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষরা তাদেরকেও পিটিয়ে যখম করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক আসমা বেগম ডালিমকে মৃত ঘোষণা করেন ও আহতদের হাসপাতালে ভর্তি করেন।

নিহত আসমা আক্তারের স্বামীর বড়ভাই আহম্মেদ মোল্লা অভিযোগ করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি গত রোববার রাতে নিজাম আকন ও আরও ৫/৬ জন তাদের ঘরে গোপন বৈঠক করেছেন। ওই বৈঠকে আমাদের একজনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রত্যক্ষদর্শী যাদবপুরা বাজারের ব্যবসায়ী আলম সিকদার জানান, তিনি দোকানে আসার আগেই দূর থেকে দুইজন নারীকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখেছেন। এসময় নিজাম আকন ও তার লোকজন সবাইকে এলোপাতাড়ি পেটাতে থাকেন।

বরগুনা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহ নেওয়াজ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বামনা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। আমরা তিনজনকে আটক করেছি একই সাথে ঘটনার সাথে অন্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ওএফ

খুন,হত্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close