• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিন কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৮ | আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯
টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার মুন্ডারডেইল এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিজিবি- ২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফের মুন্ডারডেইল এলাকা দিয়ে ইয়াবার একটি চালান টেকনাফ থেকে কক্সবাজারে পাচার হবে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি-২ এর সাবরাং বিওপির নায়েব সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি প্লাস্টিকের একটি ব্যাগ হাতে করে রাস্তা থেকে নেমে মুন্ডারডেইল গ্রামের ভেতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে ব্যাগটি ফেলে দ্রুত গ্রামের ভেতর পালিয়ে যায় তিনি। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে তার ভেতর থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করেন। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

জব্দ করা ইয়াবাগুলো বিজিবির সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊধ্বর্তন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/পি.এস

টেকনাফ,ইয়াবা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close