• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

ভিডিও কনফারেন্সে আরও দুই প্রকল্প উদ্বোধন করবেন হাসিনা-মোদী

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৯
নিজস্ব প্রতিবেদক

আগামী সপ্তাহে ফের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু’টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার এ সংবাদ জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে নিশ্চিত করে কোনো তারিখ প্রকাশ করা হয়নি।

সম্পর্কিত খবর

    সেদিন জ্বালানি তেল সরবরাহে দুই দেশের সীমান্তে পাইপ লাইন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভারতের অর্থায়নে ট্রেন লাইন প্রকল্পের উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী।

    জানা যায়, উদ্বোধন হতে যাওয়া এ পাইপ লাইনের মাধ্যমে এক মিলিয়ন মেট্রিক টন (ওয়ান এমএমটিপিএ) উচ্চমাত্রার ডিজেল ভারত থেকে বাংলাদেশে আসবে। বর্তমানে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে রেলের মাধ্যমে এ জ্বালানি আসছে। আর রেললাইনের (মাল্টি ট্র্যাক প্রজেক্ট) মাধ্যমে জয়দেবপুর ও টঙ্গীকে ঢাকার সঙ্গে যুক্ত করবে।

    এর আগে গত ১০ সেপ্টেম্বর (সোমবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি বিষয়ক প্রকল্প, রেলওয়ের ‘কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ ও ‘আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)’ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    কনফারেন্সে আরও যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

    -একে

    হাসিনা-মোদী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close