• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অ্যাপে ক্যাশ আউটের চার্জ বাড়ালো বিকাশ

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০১ | আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৪
নিজস্ব প্রতিবেদক

অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউটের চার্জ বাড়িয়েছে বিকাশ। এর আগে অ্যাপ দিয়ে ক্যাশ আউটের ক্ষেত্রে প্রতি হাজারে ১৫ টাকা খরচ হতো। এখন তা বাড়িয়ে ১৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে বিকাশ। চলতি মাসের ৫ তারিখ থেকে বাড়তি এ চার্জ কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।

এ বছরের ১৫ মে আনুষ্ঠানিকভবে উদ্বোধন করা হয় বিকাশ অ্যাপ। এর আগে ২৫ এপ্রিল গুগল প্লে স্টোরে দেয়া হয় অ্যাপটি। ২৫ এপ্রিল থেকে ১৫ মে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই প্রায় ১৪ লাখ গ্রাহক অ্যাপটি ডাউনলোড করে।

সাধারণভাবে বিকাশ দিয়ে ক্যাশ আউটের ক্ষেত্রে হাজারে ১৮ টাকা ৫০ পয়সা চার্জ নেয়া হয়। সেক্ষেত্রে অ্যাপের মাধ্য ক্যাশ আউটের খরচ কম হওয়ায় দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে সেটি। তবে উদ্বোধনের চার মাস যেতে না যেতেই তার চার্জ বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে বিকাশের কমিউনিকেশন বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘সাধারণভাবে বিকাশে ক্যাশ আউটের চার্জ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা। আমরা যখন অ্যাপ চালু করি তখন অ্যাপটিকে জনপ্রিয় করতে প্রমোশনাল অফার হিসাবে হাজারে ১৫ টাকা চার্জ নির্ধারণ করা হয়। সে সময় আমরা বিজ্ঞাপনে বলেই দিয়েছিলাম এটা একটি প্রমোশনাল অফার। আমরা মোটামুটি দীর্ঘদিন এ অফারটি রেখেছি। এখন অফারটা শেষ হয়েছে। এখন আমরা হাজারে ১৭ টাকা ৫০ পয়সা চার্জ নির্ধারণ করেছি। যেটা অরিজিনাল চার্জ থেকেও ১ টাকা ৫০ পয়সা কম।’

-একে

বিকাশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close