• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বৃহত্তর জাতীয় ঐক্য গঠনে একমত ২০ দল: নজরুল

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৫ | আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৫
নিজস্ব প্রতিবেদক

দেশ, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে যেকোনও মূল্যে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ গঠনে একমত পোষণ করেছে ২০ দলীয় জোট ।

রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকের পর ব্রিফিং করে একথা জানিয়েছেন দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান।প্রায় এক ঘণ্টা এই বৈঠকটি চলে। এসময় জামায়াতে ইসলামীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনে সম্মত হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে জাতীয় ঐক্যের যে কথা বলেছেন তাতেও সমর্থন জানিয়েছে ২০ দল।

নেতাদের মধ্যে ছিলেন, জোটের শরিক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তাজা, বাংলাদেশ ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, মুসলিম লীগের সভাপতি এএইচ এম কামরুজ্জামান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

বৃহত্তর জাতীয় ঐক্য,বিএনপি,নজরুল ইসলাম খান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close