• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

ডিসেম্বরেই কার্যকর হবে নতুন মজুরি কাঠামো

প্রকাশ:  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৫
নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাক কারখানার মালিক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্য মজুরি বোর্ড নির্ধারিত বেতন কাঠামো কার্যকর হবে।

সোমবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে এ কথা জানান তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের চতুর্থ সভায় নীতি-নির্ধারণী বিষয়ে আলোচনা হয়েছে। মজুরির চূড়ান্ত বিষয়টি আগামী সভায় হতে পারে।

নিম্নতম মজুরী বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এখনও হয়নি। চলতি মাসের ১২ সেপ্টেম্বরে আরও একটি সভা হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, মজুরি নির্ধারণে কাউকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না। আমরা কারখানার মালিকের বিষয়ে বা তার সক্ষমতার বিষয়টি যেমন দেখবো একইভাবে শ্রমিকের চাহিদাকেও গুরুত্ব দেওয়া হবে।

সভায় শ্রমিক প্রতিনিধি শামসুন্নাহার, নূন্যতম মজুরি বোর্ডের স্থায়ী সদস্য, পোশাক মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/রবিউল

বিজিএমইএ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close