• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

নাদাল পারলেও ছিটকে গেলেন মারে

প্রকাশ:  ৩০ আগস্ট ২০১৮, ১১:২৫
স্পোর্টস ডেস্ক

প্রথম রাউন্ডের বাধা টপকাতে বিশেষ ঘাম ঝরাতে হয়নি। স্বদেশীয় ডেভিড ফেরার দ্বিতীয় সেট চলাকালীন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ম্যাচ ছেড়ে দিয়েছিলেন রাফায়েল নাদালকে। শীর্ষবাছাই রাফা যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডের লড়াই জিতলেন অনায়াসে।

কানাডার ভাসেক পোসপিসিলকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। দুইঘণ্টার লড়াইয়ে নাদাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতে নেন ৬-৩, ৬-৪, ৬-২ সেটে। তৃতীয় রাউন্ডে স্প্যানিশ কিংবদন্তি মুখোমুখি হবেন রাশিয়ার কারেন খাচানোভের।

নাদাল সহজ জয় পেলেও ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে ছিটকে গেলেন অ্যান্ডি মারে। রাফার দেশের ফার্নান্দো ভার্দাস্কোর কাছে ৫-৭, ৬-২, ৪-৬, ৪-৬ সেটে পরাস্ত হন ২০১২’র যুক্তরাষ্ট্র ওপেনসহ তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ব্রিটিশ তারকা।

পুরুষ সিঙ্গলসের বাছাইয়ে তারকাদের মধ্যে দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন- জুয়ান মার্টিন দেল পোত্রো, ডমিনিক থিয়েম, কেভিন অ্যান্ডারসন, জন ইসনাররা।

তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন স্তান ওয়ারিঙ্কা। তৃতীয় বাছাই দেল পোত্রো ৬-৩, ৬-১, ৭-৬ (৪) সেটে হারিয়ে দিয়েছেন ডেনিস কুদলাকে। নবম বাছাই থিয়েম ৬-৭ (৫), ৬-৩, ৫-৭, ৬-৪, ৬-১ সেটে জয় তুলে নিয়েছেন স্টিভ জনসনের বিরুদ্ধে। পঞ্চম বাছাই অ্যান্ডারসন ৬-২, ৬-৪, ৬-৪ স্ট্রেট সেটে বিধ্বস্ত করেছেন জেরেমি চার্ডিকে। একাদশ বাছাই ইসনার ৬-৭ (৭), ৬-৪, ৩-৬, ৭-৬ (২), ৬-৪ সেটে পরাজিত করেন নিকোলাস জারিকে। ওয়ারিঙ্কা ৭-৬ (৫), ৪-৬, ৬-৩, ৭-৫ সেটে পরাস্ত করেন উগো হাম্বার্টকে।

মেয়েদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে উঠেছেন- উইলিয়ামস বোনেরা৷ দ্বিতীয় রাউন্ডের বাধা টপকেছেন স্লোয়ান স্টিফেন্স, এলিনা ভিতোলিনা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, একাতেরিনা মাকারোভা, ক্যারোলিনা প্লিসকোভা প্রমুখ।

/অ-ভি

রাফায়েল নাদাল,অ্যান্ডি মারে,টেনিস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close