• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে ঈদুল আজহা

প্রকাশ:  ২২ আগস্ট ২০১৮, ১৩:১৩
নিজস্ব প্রতিবেদক

দেশের সর্বত্র ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন চলছে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন।

সম্পর্কিত খবর

    মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

    রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে আজ সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকন, মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিবিদ, উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় এক লাখ মানুষ ঈদের জামাতে শরিক হন।

    ঈদের নামাজের পর দেশের ধর্মপ্রাণ মুসলিমরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন। কোরবানির মাংস বিলিয়ে দেন আত্মীয়স্বজন থেকে শুরু করে গরীব অস্বচ্ছল মানুষদের মুখে। অসহায় গরীব দুঃখীদের অার্থিক সহায়তা করেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close