• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

প্রকাশ:  ২১ আগস্ট ২০১৮, ১৭:৪৬
মানিকগঞ্জ প্রতিনিধি

ঈদের ছুটির শুরু দিন সকাল থেকেই দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদযাত্রার মানুষের ভিড় বাড়ছে। দিনভরই পাটুরিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় ব্যক্তিগত ও যাত্রিবাহী যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। একসাথে অতিরিক্ত যানবাহনের চাপ ও নদী অশান্ত থাকায় ক্রমেই লম্বা হচ্ছে অপেক্ষমান যানবাহনের সারি।

মঙ্গলবার সকাল থেকেই ঘাটে যানবাহনগুলোকে এক থেকে ২ ঘণ্টা কোন কোন যানবহানকে ৩ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

অপরদিকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি লঞ্চে থাকছে যাত্রীদের উপচে পড়া ভিড়।

বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন বলেন, যাত্রদের প্রচন্ড চাপ রয়েছে পাটুরিয়া ল ঘাটে। যাত্রীর তুলনায় ল সংকট থাকায় অতিরিক্ত যাত্রী উঠছে।

পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নদীতে প্রচন্ড স্রোতে ফেরি চলাচলে সময় লাগছে আগের চেয়ে বেশি। অপরদিকে আবার ভোর থেকেই নৌরুট পারের অপেক্ষায় আসা যানবাহনের চাপও রয়েছে। এ নৌরুটে ছোটবড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।

এদিকে পাটুরিয়া ঘাট এলাকায় নৌরুট পার হতে আসা ব্যক্তিগত ছোট গাড়ির সংখ্যা ছিল দীর্ঘ। এতে ভোগান্তি পড়তে হচ্ছে ব্যক্তিগত যানবাহনের যাত্রীদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় ছিল। মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামিম বলেন, মহাসড়ক ও ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ফেরিগুলি চলছে ঠিকমত তাই আমরা আশা করছি কোন প্রকার ফেরি সমস্যা ছাড়াই ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে।

-একে

ঈদযাত্রা,পাটুরিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close