• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাতারকে হারিয়ে বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস

প্রকাশ:  ১৯ আগস্ট ২০১৮, ২০:৩০ | আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২২:২০
স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমস ফুটবলে নিজেদের শেষ ম্যাচে জয় পেল বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল শেষ মুহূর্তের গোলে কাতারের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে। অধিনায়ক জামাল ভূঁইয়া দলের হয়ে জয়সূচক গোলটি করেন।

এই জয়ের ফলের এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে উঠে গেল বাংলাদেশ। এক জয় এবং এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে উজবেকিস্তানের সঙ্গে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে লাল-সবুজের দল।

সম্পর্কিত খবর

    ম্যাচের শুরু থেকেই কাতারকে বেশ ভালোভাবেই সামাল দিয়ে খেলে বাংলাদেশ দল। কয়েকবার সুযোগ পেলেও বল জালে পাঠাতে পারেনি বাংলাদেশ। আক্রমণে পিছিয়ে ছিল না কাতারও। তুমুল লড়াইয়ে প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি দুদল।

    ম্যাচের ৭৪তম মিনিটে ডি-বক্সের কাছ থেকে বল জালে জড়ানোর ‍সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সেই যাত্রায় বল জালে পাঠাতে ব্যর্থ হয়। ডিফেন্ডারের করা জোরালো শট গোল পোস্ট ছুঁয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

    বাংলাদেশ দল গোলের দেখা পায় যোগ করা অতিরিক্ত সময়ে। (৯০+৩)তম মিনিটে মাটি গড়ানো শটে গোল করেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

    এর আগে থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ।

    তাছাড়া আসরে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close