• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চলমান সম্পর্ক নিয়ে ঢাকা-নয়া দিল্লির সন্তোষ প্রকাশ

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ২২:২০ | আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২২:২৪
পূর্বপশ্চিম ডেস্ক

বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের নেতাদের নিয়মিত যোগাযোগে সন্তোষ প্রকাশ করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে এক বৈঠকে তারা এ সন্তোষ প্রকাশ করেন।

শনিবার (১৮ আগস্ট) দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজপেয়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক জ্ঞাপনের বিষয়টি উল্লেখ করে এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সুষমা।

সাক্ষাৎকালে প্রয়াত অটল বিহারি বাজপেয়ীকে নিয়ে স্মৃতিচারণা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তারা দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠকের প্রশংসা করেন।

এর আগে বাজপেয়ীর মৃত্যুতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোকবার্তা পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলী।

বৈঠককালে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের নেতাদের নিয়মিত যোগাযোগে সন্তোষ প্রকাশ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন ফোরামে দুই দেশের নেতারা সাক্ষাৎ করবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

দুই মন্ত্রীর বৈঠকের সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন উল্লেখ করে বার্তায় বলা হয়, অটল বিহারী বাজপেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আসায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। পাশাপাশি অটল বিহারী বাজপেয়ির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করায়ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

পররাষ্ট্রমন্ত্রী,সুষমা স্বরাজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close