• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছিনতাইকারী ‌‌‘কল্যাণ ফান্ড’

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ১৭:২৩
নিজস্ব প্রতিবেদক

ছিনতাইকারীরা নিজেেদের জন্য গড়ে তুলেছেন কল্যাণ ফান্ড। এই ফান্ডের কাজ হলো কোনো ছিনতাইকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হলে তার আইনি সহায়তার খরচ যোগান দেয়া। এছাড়া কোনো সদস্য গণধোলাইয়ের শিকার হলে চিকিৎসাতেও আর্থিক সহায়তা প্রদান করা।

ছিনতাইকারীদের এই কল্যাণ ফান্ডের সন্ধান পেয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইতোমধ্যে চক্রের আট সদস্যকে আটকসহ এই ফান্ডে জমা নগদ ৮ লাখ টাকাও জব্দ করেছ ডিবি।

সম্পর্কিত খবর

    শনিবার (১৮ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত কমিশনার মো. আব্দুল বাতেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, শুক্রবার (১৭ আগস্ট) থেকে শনিবার (১৮ আগস্ট) ২৪ ঘণ্টায় রাজধানীর নিউমার্কেট ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১২টি মোবাইল সেট, একটি চাপাতি, দুইটি চাকু ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

    আটকৃতরা হলেন- মো. সাজ্জাদ হোসেন ওরফে সাগর, আলী হাসান, সবুজ বিশ্বাস, রকি ওরফে নুরুজ্জামান, মুক্তা বেগম, বেবি আক্তার, নুপুর ওরফে ঝুমুর ও লিটন মিয়া।

    /রবিউল

    ছিনতাইকারী ‌‌কল্যাণ ফান্ড
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close