• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের জীবনাবসান

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ১৫:৫৪ | আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৬:৩৩
আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই। শনিবার (১৮ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ঘানার খ্যাতিমান এই কূটনীতিক সুইজারল্যান্ডে বসবাস করছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতায় সেখানেই তার মৃত্যু হয়। কফি আনানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম।

কফি আনান প্রথম আফ্রিকান হিসেবে জাতিসংঘের মহাসচিব হন। তিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তিতে নোবেল পুরষ্কার অর্জন করেন।

১৯৩৮ সালে ঘানায় জন্ম নেওয়া কফি আনান জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে ওই দায়িত্ব পালন করেন তিনি। কর্মী হিসেবে জাতিসংঘে যোগ দিয়ে তিনিই প্রথম সংস্থাটির শীর্ষ পদে আসীন হয়েছিলেন।

বিশ্বমানবতায় অবদানের জন্য ২০০১ সালে জাতিসংঘ এবং কফি আনান যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালনের পর ২০০৭ সালে মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের গ্রুপ দ্য এলডারস’র প্রতিষ্ঠা হলে এর সদস্য হন তিনি। ২০১৩ সালে ওই গ্রুপের চেয়ারম্যান হন কফি আনান। মৃত্যুর আগ পর্যন্ত ওই পদে বহাল ছিলেন।

মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের সমাধান নিয়েও কফি আনান কাজ শুরু করেছিলেন।

/এনই

জাতিসংঘ,মহাসচিব,কফি আনান,Kofi Annan
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close