• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

নতুন কলরেট নিয়ে অস্বস্তি সাধারণ গ্রাহকদের

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ১০:০৪ | আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১০:০৬
নিজস্ব প্রতিবেদক

জনকল্যাণেই মোবাইল ফোনের নতুন কলরেট নির্ধারণ করা হয়েছে বলে দাবি করছে বিআরটিসি যদিও এ নিয়েই অস্বস্তি সাধারণ গ্রাহকদের।

সর্বনিম্ন কলরেট দিয়ে গ্রাহকদের অকর্ষণ করার এই সুবিধা আর থাকছে না মোবাইল অপারেটর কোম্পানিগুলোর।

মোবাইল ফোনে কথা বলায় সর্বনিম্ন রেট নির্ধারণ করে দিয়েছে সরকার। সোমবার (১৩ আগস্ট) মধ্যরাত থেকেই এ রেট কার্যকর করেছে মোবাইল অপারেটররা। নতুন এই কলরেটে সব মোবাইলে কথা বলতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৪৫ পয়সা দিতে হবে গ্রাহককে।

নতুন এই কলরেট কতটা গ্রহণ করতে পারলো সাধারণ গ্রাহকরা? বিটিআরসি বলছে, বিভিন্ন কোম্পানির নানা অফার বিচার বিশ্লেষণ করেই এ সিদ্ধান্ত।

বিটিআরসির মতে, নতুন এই কলরেটে একজন গ্রাহকের সুবধিাই বেশি হবে। মোবাইল অপারেটরগুলো বাজারে একচেটিয়া প্রভাবও বিস্তার করতে পরবে না।

ভবিষ্যতে মোবাইল অপারেটরদের ইন্টারনেট সেবা সাশ্রয়ী করতেও চিন্তাভাবনা চলছে বলে জানায় বাংলাদেশ টেলিকমিউনকেশন রেগুলেটরি অথরিটি বিটিআরসি।

নতুন এ সিদ্ধান্তে কল রেট বেড়ে যাওয়াই মূলত সাধারণ গ্রাহকদের অস্বস্তির কারণ। যদিও অনেকে বিটিআরসির এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

/এসএম

নতুন কলরেট,বিটিআরসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close