• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পশুবাহী গাড়ি নিয়ে বিশৃঙ্খলায় ছাড় দেয়া হবে না: আইজিপি

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ১৭:৪০ | আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৮:৪৪
সাভার প্রতিনিধি

এবারের ঈদে পশুবাহী ট্রাকগুলো যাতে বাঁধা ছাড়াই নির্বিঘ্নে নিজ গন্তব্যের হাটে যেতে পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী। পাশাপাশি ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে যেতে পারে, তাই যানজট মোকাবেলায় সারাদেশে অতিরিক্ত পুলিশ মোতায়নের কথাও বলেন।

শুক্রবার (১৭ আগস্ট) বিকেলে ঈদ ঘিরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানজট পরিদর্শনে এসে আশুলিয়ার বাইপাইলে একথা বলেন পুলিশ প্রধান। এর আগে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পুলিশ মহাপরিদর্শককে।

এসময় তিনি আরো বলেন, প্রতি বছর পশুবাহী গাড়ীগুলো হাটে যাওয়ার সময় রাস্তায় জোর করে তাদের অন্য হাটে নেওয়া হয়। কিন্তু এবছর পুলিশের তৎপরতায় সড়কের কোথাও পশুবাহী ট্রাক আটকানো হচ্ছে না। বেপারীরা প্রয়োজনে নির্দিষ্ট হাটের ব্যানার লাগিয়ে নিতে পারেন, প্রয়োজনে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

এছাড়া ঈদে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক যাতে তাদের ন্যায্য মজুরী পান ও কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে কারখানার মালিকদের প্রতি অনুরোধ করেন পুলিশের এই মহাপরিদর্শক।

সড়ক পরিদর্শনকালে এসময় তার সাথে ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামনু, জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামীনুর রহমান শামীম, ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার সাইদুর রহমানসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/পি.এস

সাভার,পশু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close