• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘শান্তির জন্য জিয়া পরিবারের মুখোশ উন্মোচন হোক’

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ১১:৩৯ | আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১২:৩৬
কুষ্টিয়া প্রতিনিধি

দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করা দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্মের মুখোশ উন্মোচন না করতে পারলে বাংলাদেশ নিরাপদ হবে না, রাজনীতিতে শান্তিও আসবে না। সুতরাং এটা কোন পরিবারের বিরুদ্ধে হিংসা নয়। বাংলাদেশকে রক্ষা করতে হলে, রাষ্ট্র নিরাপদ করতে হলে, রাজনৈতিক শান্তি অর্জন করতে হলে এবং বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে হলে জেনারেল জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করাই সবার কর্তব্য।

শুক্রবার (১৭ আগস্ট) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

‘তথ্যমন্ত্রী যা করেন তার জন্য তাকে জিয়া পরিবারের সমালোচক মন্ত্রী বলা চলে’ বিএনপি নেতা নজরুল ইসলাম খানের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দ আমাকে সমালোচনা করার মধ্যে দিয়ে কার্যত জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্ম আড়াল করার চিন্তা করছে।

ইনু আরও বলেন, দেশে সংবিধান ও নির্বাচন আছে। তাই নির্বাচন নিয়মতান্ত্রিকভাবে করবেন। কিন্তু জিয়া, খালেদা ও তারেকের বিষয়ে দরকষাকষি করে অপরাধীদের হালাল করার প্রক্রিয়াতে সরকার যাবে না।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সধারন সম্পাদক আহম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ওএফ

ইনু,জিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close