• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গবন্ধুর খুনি রাশেদকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র: কাদের

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৮, ১৮:৫০
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সড়ক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভায় এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি আরও জানান, বঙ্গবন্ধুর আরেক খুনি নুর চৌধুরীকে কানাডা এখনও ফেরত দেয়ার সিদ্ধান্ত না নিলেও তাকেও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রে যেই খুনি (আবদুর রশিদ) অবস্থান করছে, তাকে সরানোর জন্য ট্রাম্প প্রশাসন সবুজ সংকেত দিয়েছে। আর কানাডায় (নুর চৌধুরী) মৃত্যুদণ্ড না থাকায় আইনি জটিলতার কারণে এই মূহূর্তে আনা যাচ্ছে না।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যার ৩৫ বছর পর ২০১০ সালের ২৮ জানুয়ারি পাঁচ খুনির ফাঁসি কার্যকর হয়। তারা হলেন কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশীদ খান, লে. কর্নেল (অব.) মহিউদ্দিন আহমদ (ল্যান্সার), মেজর (অব.) এ কে বজলুল হুদা এবং মেজর (অব.) এ কে এম মহিউদ্দিন (আর্টিলারি)৷

এছাড়া উচ্চ আদালত মৃত্যুদণ্ড দিয়েছে মোট ১২ জনকে। বাকি সাত জনের মধ্যে আবদুল আজিজ পাশা ২০০১ সালের ২ জুন জিম্বাবুয়েতে মারা গেছেন৷

অন্যান্য আসামিরা বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে লে. কর্নেল (বরখাস্ত) খন্দকার আবদুর রশিদ, মেজর (বরখাস্ত) শরিফুল হক ডালিম, লে. কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরী, মেজর (অব.) এসএইচএমবি নূর চৌধুরী, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন খান৷

পলাতক সব আসামির অবস্থান না জানা গেলেও রাশেদ চৌধুরী ও নুর চৌধুরীর অবস্থান সম্পর্কে নিশ্চিত সরকার। রাশেদ অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, আর নুর কানাডায়।

/রবিউল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,রাশেদ চৌধুরী,ওবায়দুল কাদের,ইডেন মহিলা কলেজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close