• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ১১:১৬
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা পরবর্তী ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকাল আটটায় শুরু হয় ফিরতি টিকিট বিক্রি। চলবে রোববার (১৯ আগস্ট) পর্যন্ত। এর আগে গত ৮ আগস্ট শুরু হয়েছিল ঈদের অগ্রিম টিকিট বিক্রি।

রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিহাট স্টেশনে বুধবার সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় এ টিকিট দেওয়া হবে। প্রথম দিনে পাওয়া যাবে ২৪ আগস্টের টিকিট। একইভাবে ১৬, ১৭, ১৮, ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।

বরাবরের মতো এবারও মোট টিকিটের ৬৫ শতাংশ কাউন্টার থেকে দেওয়া হবে। বাকি ৩৫ শতাংশের মধ্যে ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে। ৫ শতাংশ ভিআইপি এবং রেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে ৫ শতাংশ।

জানা গেছে, রেলভ্রমণ নিরাপদ করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারী সবার ছুটিও বাতিল করা হয়েছে। যা ব্যবস্থা আছে তা দিয়ে শতভাগ সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। আর ট্রেনের সূচিতে যাতে কোনও বিপর্যয় না ঘটে, সেদিকে তারা বাড়তি নজর রাখছেন।

প্রসঙ্গত, যাত্রীবাহী ট্রেন চলাচলের সুবিধার্থে ঈদের তিনদিন আগে থেকে কনটেইনার ও জ্বালানিবাহী ট্রেন ছাড়া কোনও গুডস ট্রেন চলাচল করবে না। ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কিছু মেইল এক্সপ্রেস চলাচল করবে। ঈদের দিন আন্তঃনগর কোনও ট্রেন চলাচল করবে না। তবে ঈদের পাঁচদিন আগে থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

/এসএম

ট্রেন,টিকিট,ফিরতি টিকিট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close