• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

খুলনা-৪ উপ-নির্বাচন ২০ সেপ্টেম্বর, সুজার জায়গায় কে?

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ২২:১৬
খুলনা প্রতিনিধি

খুলনা-৪ (রূপসা-তেরখাদা ও দিঘলিয়া) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর। মঙ্গলবার (১৪ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা-৪ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬শে আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৮শে আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সূচী ৪ঠা সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দের তারিখ ৫শে সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২০শে সেপ্টেম্বর।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৫ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

এদিকে, খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, সাবেক জাতীয় দলের ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী ও মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার ছেলে এস এম খালেদীন রশিদী সুকর্ণর নাম আলোচিত হচ্ছে।

-একে

খুলনা-৪,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close