• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অক্টোবরেই নির্বাচনকালীন সরকার গঠন হবে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ২৩:০৭
নিজস্ব প্রতিবেদক

আগামী অক্টোবর মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সরকার রুটিন কাজগুলো করলেও নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে পারবে না বলেও জানান তিনি।

সোমবার (১৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই অর্থবছরের এডিপির বাস্তবায়ন কৌশল নির্ধারণ, নতুন প্রকল্প নির্দিষ্টকরণ ও অনুমোদন সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে ছোট আকারের সরকার গঠন করা হবে। এই সরকারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। ওই সরকার শুধু রুটিন কাজ করে যাবে। কিন্তু নীতি-নির্ধারণী কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।

    আ হ ম মুস্তফা কামাল বলেন, যেকোনো জাতীয় নির্বাচনের বছরে তার আগের ও পরের বছরের তুলনায় এডিপির বাস্তবায়ন কম হয়। এ অর্থবছর যাতে সেরকম কিছু না হয় সেজন্য সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

    পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘কোনও দেশে বিনিয়োগ করার আগে ওই দেশের জিডিপি-ঋণ অনুপাত বিশ্লেষণ করে বিদেশি বিনিয়োগকারীরা। বাংলাদেশে জিডিপি-ঋণ অনুপাত ৩৫ শতাংশের মতো।’ তিনি বলেছেন, ‘সামনে নির্বাচন আসছে। প্রত্যেক নির্বাচনের বছরে উন্নয়ন কম হয়। ব্যবসা-বাণিজ্য কম হয়, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও কম হয়। এ বছর এগুলো যেন না হয়, সেই নির্দেশ দিয়েছি।’

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close