• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জমে ওঠেছে অনলাইনে কোরবানির পশু বিকিকিনি

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১৮:৩০ | আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৮:৫৭
পূর্বপশ্চিম ডেস্ক

দেশের অস্থায়ী কোরবানির হাটগুলোর বেশির ভাগেরই এখন্রও বিকিকিনি শুরু হয়েনি। কিন্তু এরই মধ্যে অনলাইনে জমে ওঠতে শুরু করেছে পশু বিক্রি। শখের বশে নয়, বরং পশুর হাটে যাওয়ার ঝক্কিঝামেলা আর সময়ের অভাবে ক্রেতারা দিন দিন অনলাইনে কোরবানির পশু কিনতে আগ্রহী হয়ে ওঠছেন।

রাজধানী ঢাকাসহ দেশের বাইরে থেকেও ক্রেতারা এখন ভিড় করছেন অনলাইন কোরবানির হাটে। ক্লাসিফায়েড অনলাইন ও ই-কমার্স সাইটগুলোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিভিন্ন গ্রুপ এবং পেজ খুলে চলছে কোরবানির পশু বিক্রি। এতে একদিকে হাটের ঝক্কি-ঝামেলা থেকে ক্রেতারা মুক্ত থাকছেন, অন্যদিকে গরু-ছাগলের খামারিরাও প্রকৃত মূল্য পাচ্ছেন।

সম্পর্কিত খবর

    অনলাইনে কোরবানির পশু কেনার বিষয়টি একেবারে ভিন্ন। বাজার থেকে কোরবানির পশু কেনার পর দু-এক দিন পরিবর্চা করা কিংবা গোশত বানানো যারা ঝামেলা মনে করেন, তাদের জন্যই বিশেষ সুবিধা রয়েছে অনলাইন পশুর হাটে। এমনকি বিদেশ থেকে কোরবানির পশু কিনতে পারেন এসব ওয়েবসাইট থেকে। গত বছরও আমাদের দেশের বেশ কয়েকটি অনলাইন প্রতিষ্ঠান বেশ কিছু কোরবানির পশু বিক্রি করেছে।

    এবারো তাদের আয়োজন শুরু হয়েছে। সারা বছর বিভিন্ন ধরনের পশু বিক্রি হলেও ঈদের এক সপ্তাহ আগে থেকে বেচাবিক্রি শুরু হয়। মোটকথা ঝক্কিঝামেলা এড়িয়ে প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই কোরবানির পশু কেনার সুযোগ পাচ্ছেন নগরবাসী। রাজধানী ঢাকাসহ দেশের বাইরে থেকেও ক্রেতারা এখন ভিড় করছেন অনলাইন কোরবানির হাটে। ক্লাসিফায়েড অনলাইন ও ই-কমার্স সাইটগুলোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন গ্রুপ পেজ খুলে চলছে কোরবানির পশু বিক্রি। মানুষ বিস্ময়করভাবে তা কাজে লাগাচ্ছে। অনলাইনে এখন কোরবানির পশু কেনার কাজটিও সেরে ফেলছেন অনায়াসে।

    অনলাইনে কোরবানির গরু-ছাগল কেনার জন্য বিশ্বস্ত কয়েকটি সাইটের খোঁজ নিচে তুলে ধরা হলো।

    বেঙ্গলমিট [ http:/bengalmeat.com/qurbani ]

    গত দুই বছরের মতো এ বছরও অনলাইনে পশুর হাট বসিয়েছে বেঙ্গলমিট। কোরবানির পশু জবাই থেকে প্রক্রিয়াজাতকরণেরও ব্যবস্থা করছে এ প্রতিষ্ঠানটি। ঠিকানা থেকে গরুর অর্ডার করে বাড়িতে কোরবানির পশু না এনেই দেয়া যাবে কোরবানি। এ ক্ষেত্রে হালাল ও নিরাপদ কোরবানির শর্তসাপেক্ষে প্রতিশ্রুতি দেয়া হবে। পশু কিনে বাড়ি এনে দু-এক দিন রেখে ঈদের দিন জবাই করে চামড়া ছাড়িয়ে গোশত পাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে এক দিকে যেমন হাটে গিয়ে পশু কিনতে হবে না, তেমনি কসাইয়ের কাছেও যেতে হবে না ক্রেতাদের। বেঙ্গল মিটের হেড অফ মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ বলেন, গেল বছরের তুলনায় এই পর্যন্ত বিক্রি প্রায় ৪০ শতাংশ বেশি হয়েছে।

    তিনি জানান, প্রথমবারের মত আমরা অনলাইনে পেমেন্ট সুবিধা যুক্ত করেছি। এখন পর্যন্ত ৪২ শতাংশ গ্রাহক গরু কিনে অনলাইনেই মূল্য পরিশোধ করছেন।বেঙ্গল মিটের ওয়েবসাইটে ৭০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখের অধিক মূল্যের গরু বিক্রি হচ্ছে। এই সাইট থেকে ব্যবহারকারী রঙ, দাম ও গরুর জাত অনুযায়ী সার্চ করে পছন্দের গরু কিনতে পারবেন।এই অনলাইন হাট থেকে গ্রাহকরা কোরবানির পশু কেনার পাশাপাশি পাবেন মাংস প্রসেসিং ও হোম ডেলিভারির সুবিধাও।

    বিক্রয় ডটকম [ https://bikroy.com/en/ads/farm-animals-in-bangladesh-307 ]

    দেশী-বিদেশী পশুর সমাহার নিয়ে কোরবানির হাট জমাতে পিছিয়ে নেই ক্লাসিফায়েড বিজ্ঞাপনের ওয়েব ঠিকানা বিক্রয় ডটকম। এই ঠিকানায় ঈদে খোলা হয়েছে পশুর হাট। প্রতি কোরবানির আগে উল্লেখিত ঠিকানায় মিলছে ফ্রিজিয়ান গাভী, দেশী ষাঁড় ও বকনা গরু। গ্রাহকেরা চাইলে পশু ক্রয়ের আগে তাদের প্রত্যাশিত পশুটিকে যেখানে রাখা হচ্ছে, সেই খামারটি সরাসরি পরিদর্শন করতে পারবেন বলে জানান বিক্রয়-এর মার্কেটিং বিভাগের একজন কর্মকর্তা। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে পশু বিক্রেতাদের বিজ্ঞাপনের ব্যবস্থা করে দিয়েছে বিক্রয় ডটকম। এ ছাড়া পশু কেনার পর ক্রেতার বাড়িতে সেই পশু পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। আর এ সেবাটি মিলবে কেবল ‘বাই নাউ’ ফিচারে। বিক্রেতা সদস্যদের কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা করেই এটি বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি কোরবানির পশুহাট থেকে বাসায় ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত বাজারে পশুর মূল্য চড়া থাকলেও ‘বাই নাউ’-এ মূল্য স্থিতিশীল থাকবে।

    কোরবানির পশু বিক্রির পাশাপাশি ক্যাম্পেইন চালু করেছে বিক্রয় ডটকম। এতে অংশগ্রহণ করতে হলে বিক্রয় ডটকমের ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে পছন্দের কোরবানি পশুর বিজ্ঞাপনের লিংক ফেইসবুকে #BiratHaat টাইপ করে শেয়ার করতে হবে।সবচেয়ে বেশিসংখ্যক লাইক, কমেন্ট এবং শেয়ারকৃত পোস্ট থেকে ২০ জন ভাগ্যবান বিজয়ী পাবেন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের পক্ষ থেকে রেফ্রিজারেটর, এলইডি টিভিসহ আকর্ষণীয় উপহারসামগ্রী।

    আমারদেশ ই-শপ [ http://amardesheshop.com ]

    দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক ও খামারিদের কোরবানির পশু নিয়ে অনলাইনে হাট জমিয়ে তুলেছে দেশের প্রথম অনলাইন কোরবানির পশুর হাট- আমারদেশ ই-শপ। প্রতিষ্ঠানটির সাইটটিতে ঈদের এক সপ্তাহ আগে থেকে হাট বেশ জমে ওঠে। কোরবানির পশুর ছবিসহ বিস্তারিত দেয়া থাকে ওয়েবসাইটে। ঘুরে দেখা গেছে, এখানে কিশোরগঞ্জ জেলার গরু প্রাধান্য দিয়ে জমানো হয় হাট। কোরবানির পশু হিসেবে আছে বেশ কিছু ছাগলও। ছাগলের মূল্য ১৪ হাজার থেকে শুরু আর গরুর মূল্য ৬৩ হাজার থেকে শুরু করে দেড় লক্ষাধিক টাকা পর্যন্ত।

    ক্লিক বিডি [www.clickbd.com ]

    অনলাইন-ভিত্তিক এ প্রতিষ্ঠানটি ২০১২ সাল থেকে ওয়েবসাইটে কোরবানির পশু বিক্রি করছে। কোরবানির সময় ঘনিয়ে এলেই ফেসবুক ও ইউটিউবে প্রচার-প্রচারণা শুরু করেন তারা। তাদের ওয়েবসাইটে ঈদের ১০ দিন আগে থেকে পশুর ছবিসহ ওজন, বয়স, রঙ, উচ্চতাসহ নানা ধরনের তথ্য দেয়া থাকে। তা ছাড়া, ওয়েবসাইটে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে আরো তথ্য জানা যাবে।

    এ বিষয়ে ক্লিক বিডির প্রধান মার্কেটিং কর্মকর্তা ইকরাম সিকদার জানান, কোনো গ্রাহক যদি সরাসরি কোরবানির পশু দেখতে চান তাহলে দেখার ব্যবস্থা রয়েছে অথবা কেউ যদি শুধু কোরবানির গোশত নিতে চায়, তাহলে প্রসেসিং করে বাসায় গোশত পৌঁছে দেবো।

    অনলাইনে কোরবানি,অনলাইনে কোরবানির পশু
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close