• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রাজধানীর উত্তরা থেকে চার জেএমবি সদস্য আটক

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১৬:০২ | আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৮:১২
নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) চার সক্রিয় সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এসময় তাদের সঙ্গে বোমা তৈরির সরঞ্জাম ৯৬টি ডেটোনেটর পাওয়া যায়।

রোববার (১২ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির সহকারী কমিশনার বলেন, এরা জেমবির জন্য নতুন সদস্য সংগ্রহ করতো। এরা লিফলেট বিতরণ করা থেকে নির্দেশনা প্রদানের কাজগুলোর সঙ্গে যুক্ত। এছাড়া তারা ধ্বংসাত্মক কর্যকলাপ করার উদ্দেশ্যে উল্লিখিত বোমা তৈরির সরঞ্জাম মজুদ করেছিল।

সোমবার (১৩ আগস্ট) ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটকের পরে তাদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে।

আটক চার জেএমবি সদস্য হলেন- মহিবুল ইসলাম (২২), মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহাম্মদ (২৭) ও দেলোয়ার হোসেন (৩৭)।

/.রবিউল

জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ,জেএমবি,কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close