• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ডিএনসিসি নির্বাচনে স্থগিতাদেশের মেয়াদ বাড়লো আরও ছয় মাস

প্রকাশ:  ১২ আগস্ট ২০১৮, ২২:৩৮ | আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২২:৫৮
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের ওপর স্থগিতাদেশের মেয়াদ বেড়েছে আরও ছয় মাস।

রোববার (১২ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রিট আবেদনকারীদের একজন আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূইয়া।

তিনি বলেন, চলতি বছরের ১৭ জানুয়ারি নির্বাচনের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। গত ৯ জুলাই স্থগিতাদেশের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।

তিনটি রিট আবেদনে হাইকোর্টের আলাদা দু’টি বেঞ্চ গত ১৭ জানুয়ারি মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগে আবেদন করা হয়। গত ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি এক আদেশে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ২৫ ফেব্রুয়ারি শুনানি শেষে রুলটি হাইকোর্টের উক্ত বেঞ্চে নিষ্পত্তির নির্দেশ দেন।

সে অনুসারে এ বেঞ্চে রুলের শুনানির জন্য রিট আবেদনগুলো কার্যতালিকায় আসে।

গতবছর ৩০ নভেম্বর ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় মেয়র পদ শূন্য হয়। এ কারণে এ পদে উপ-নির্বাচনের জন্য ইসি তফসিল ঘোষণা করে। একইসঙ্গে দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন ২৬ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের কারণে সব কার্যক্রম বন্ধ রয়েছে।

ডিএনসিসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close