• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কার ঘটনায় চালক-হেলপার রিমান্ডে

প্রকাশ:  ১১ আগস্ট ২০১৮, ১৭:৪১
নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়িতে ধাক্কা দেয়ার ঘটনায় নিউ ভিশন পরিবহনের চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহীম খলিল ইমনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ রায় দেন।

এর আগে শুক্রবার (১০ আগস্ট) রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে মোহাম্মদপুর ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক এখলাসুর রহমান রাজধানীর শেরে বাংলানগর থানায় একটি মামলা দায়ের করেন।

শনিবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ আটক চালক ও তার সহকারীর রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়,মন্ত্রীর গাড়িতে ধাক্কা দেওয়া বাসটির চালক আসনে ছিলেন না, এ সময় গাড়ি চালাচ্ছিলেন চালকের সহযোগী মানিক মিয়া। ট্রাফিক আইন অনুযায়ী চালকের সহকারীর কখনও গাড়ি চালানোর সুযোগ নেই।

তবে এই ঘটনায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও গাড়িতে থাকা অন্য কারও কোনো ক্ষতি হয়নি।

এ প্রসঙ্গে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি জি বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় শেরে বাংলানগর থানায় মামলা হয়েছে। এই ঘটনায় রাতেই একটি মামলা হয়েছে।

/রবিউল

আসাদুজ্জামান খান কামাল,নিউ ভিশন পরিবহন,শেরেবাংলা নগর থানা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close