• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

নেতাদের আরও অডিও রেকর্ড পুলিশের হাতে

প্রকাশ:  ১১ আগস্ট ২০১৮, ১৫:৪৫ | আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৮:০৯
নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ধ্বংসাত্মক রূপ দেয়ার জন্য অনেকে চেষ্টা করেছেন উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আপনারা অনেক তথাকথিত দায়িত্বশীল নেতার অডিও-ভিডিও রেকর্ড শুনেছেন। এমন আরও কয়েকজন তথাকথিত দায়িত্বশীল নেতার অডিও রেকর্ড পুলিশের হাতে রয়েছে।

শনিবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, কিভাবে শিক্ষার্থীদের এই আন্দোলনে অনুপ্রবেশ করিয়ে ধংসাত্মক পরিবেশ তৈরি করা হবে, সেসব তথাকথিত দায়িত্বশীল নেতার অডিওতে বিষয়গুলো উঠে এসেছে। অনেককেই আমরা চিহ্নিত করেছি।

তিনি বলেন, যারা প্রপাগান্ডা ছড়িয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছে এবং আগামীতেও যেন এমন সুযোগ না নিতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

‘সাংবাদিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কি না’ জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, অতীতেও সাংবাদিকরা বিভিন্ন সময় নানাভাবে নিগৃহীত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সবসময় কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা দিতে চেষ্টা করি।

তিনি বলেন, সাংবাদিকদের উপর হামলার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা মামলা নেবো এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা অনুসন্ধান করছি, তাদের পরিচয় সনাক্ত করার বিষয়ে তদন্ত চলছে।

/অ-ভি

শিক্ষার্থী,আন্দোলন,ডিএমপি,কমিশনার,আছাদুজ্জামান মিয়া,রেকর্ড,পুলিশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close