• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘টেস্টের জন্য দ্রুত ও দীর্ঘদেহী বোলার খুঁজতে হবে’

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৮, ১৭:৩৫
স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফরেরর শুরুটা সুখকর হয়নি বাংলাদেশের। সাদা পোশাকে দুই ম্যাচ সিরিজের টেস্টে হয়েছে হোয়াইটওয়াশ। তবে ওয়ানডেতে পুরো ইউটার্ন নিয়েছে মাশরাফি নেতৃত্বাধীন বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটি ২-১ নিজেদের করে নিয়েছে।

এরপর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে সমান সংখ্যক টি-টোয়েন্টিরতেও অপ্রত্যাশিতভাবে ২-১ এ সিরিজটি জিতে নেয় কোচ স্টিভ রোডসের শিষ্যরা।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) দেশে ফিরে সাংবাদিকদের সাথে সিরিজ নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস।

তিনি বলেন, আমি সেভাবে দেখছি না। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে দুই অধিনায়কই তাদের বোলারদের দারুণভাবে ব্যবহার করেছে। মাশরাফি ও সাকিব, দুইজনই বোলারদের ভালো পারফরম্যান্স বের করে নিয়েছে। আমাদের কিছু যোগ্যতা সম্পন্ন স্পিন বোলার রয়েছে এবং ভালো পেস বোলিংও ছিল, যা আমাদের উইন্ডিজ থেকে ভালো ফলাফল করতে সাহায্য করেছে।

টেস্টে বাংলাদেশ দলের ঘাটতি নিয়ে রোডস বলেন, আমাদের যথেষ্ট বোলার রয়েছে। তবে টেস্ট ম্যাচের জন্য আমাদের কয়েকজন দ্রুত ও দীর্ঘদেহী বোলার খুঁজে বের করতে হবে, যারা উইকেটে জোরে আঘাত করে সুবিধা আদায় করে নিতে পারবে, যেমনটা উইন্ডিজ বোলাররা করে দেখিয়েছে।

/অ-ভি

টেস্ট,ক্রিকেট,জয়,বোলার,বাংলাদেশ,প্রধান কোচ,স্টিভ রোডস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close