• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শিক্ষামন্ত্রীর আহ্বানে শর্ত দিলেন প্রতিষ্ঠান প্রধানরা

প্রকাশ:  ০৫ আগস্ট ২০১৮, ১৯:২৯ | আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৯:৪৮
পূর্বপশ্চিম ডেস্ক

শিক্ষার্থীদের চলমান আন্দোলন পরিস্থিতি নিয়ে ডাকা বৈঠকে শিক্ষামন্ত্রীর আহ্বানের বিপরীতে শর্ত দিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর আগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছেন রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। তারা বলেন, মানুষকে জিম্মি করা এ ঘর্মঘট প্রত্যাহার হলেই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে।

রোববার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা মহানগর কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব বলেন।

সম্পর্কিত খবর

    ঢাকার কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পরে নয় দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। রোববারও অষ্টম দিনের মতো রাজধানীতে আন্দোলন হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে এ সভার আয়োজন করা হয়।

    শ্রমিকরা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ না করে সেজন্য শ্রমিক পরিবহনের চালক, সহযোগিদের সঙ্গে আলাদা বৈঠক করার পরামর্শসহ আরও কিছু পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সোমবার থেকে শিক্ষার্থীদের রাস্তায় নামা প্রতিহত করতে হবে প্রতিষ্ঠান প্রধানকে। যারা করতে পারবেন না, তাদের জবাবদিহি করতে হবে। আর এটা করতে হবে ধমক নয়, স্নেহ ভালবাসা দিয়ে।

    অনুষ্ঠানে অধ্যক্ষদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। কেউ বলেছেন, ‘ফেসবুক এক মাস বন্ধ রাখা হোক।’ কেউবা বলছেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের সমবেত করে বোঝানো হোক।’ অপর এক অধ্যক্ষ পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘অঘোষিত ধর্মঘট’ বন্ধের জন্য আহ্বান জানান। আরেক অধ্যক্ষ শিক্ষার্থীদের চলার জন্য নির্ধারিত কিছু বাস রাখার পরামর্শ দেন।

    সভায় প্রথমে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করা হয়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close