• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে র‍্যাব-পুলিশের সংঘর্ষ, বাসে আগুন

প্রকাশ:  ৩১ জুলাই ২০১৮, ১৬:১৭
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে উত্তরায় র‍্যাব-পুলিশের সংঘর্ষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে উত্তরায় এই ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যানবাহন ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

সম্পর্কিত খবর

    সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকে। একপর্যায়ে র‍্যাব ও পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ বেঁধে যায়। এসময় শিক্ষার্থীরা দুইটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

    উল্লেখ্য, রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১০/১৫ শিক্ষার্থী। চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।

    /রবিউল

    শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close