• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেসবুক হ্যাক হয়েছিল, দাবি সাব্বিরের

প্রকাশ:  ৩০ জুলাই ২০১৮, ০০:১২
স্পোর্টস ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের অকথ্য গালিগালাজের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। ফেসবুক আইডি হ্যাক করে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে সাব্বির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে জানানো যাচ্ছে যে, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ফলে সেখান থেকে অপ্রীতিকর যা কিছু হয়েছে, তার জন্য আমি দায়ী নই। এ কারণে আমি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি’

তিনি আরও লেখেন, ‘ভক্তদের ভালোবাসা আমি বুঝি। জানি বাজে খেললে সমালোচনা হবে। আমি আমার খেলা উন্নত করতে কাজ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ সফরে সাব্বির তিন ওয়ানডেতে ৩, ১২ এবং ১২ রান করেছেন। আচারণবিধি ভাঙা সাব্বিরের জন্য নতুন কিছু নয়। এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময় মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার হাতাহাতির কথা শোনা যায়। তার আগে ঘরোয়া ক্রিকেটে খেলার সময় এক দর্শককে পেটানোয় বড় ধরনের শাস্তি ও জরিমানা হয় তার।

-একে

সাব্বির রহমান,ফেসবুক হ্যাকড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close