• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জয়কে হত্যা চেষ্টায় সম্পৃক্ত ছিলেন মাহমুদুর রহমান: প্রধানমন্ত্রী

প্রকাশ:  ২৭ জুলাই ২০১৮, ১৮:৩০ | আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৮:৫৫
নিজস্ব প্রতিবেদক

তিন বছর আগে পুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যার চেষ্টায় ‘দৈনিক আমার দেশ’ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদুরের সঙ্গে যায়যায়দিন এর সাবেক সম্পাদক শফিক রেহমানও জড়িত ছিলেন বলে অভিযোগ তার।

শুক্রবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গেলে বিএনপির দুর্নীতি প্রসঙ্গে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মাহমুদুর রহমান আর শফিক রেহমান-তাদের উদ্দেশ্য ছিল জয়কে অপহরণ করবে, এবং অপহরণ করে তাকে হত্যা করবে। অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে এই ঘটনার সঙ্গে তারা জড়িত এবং এই বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৪ বছর পূর্তি উপলক্ষে শুরুতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংগঠনের প্রতিষ্ঠাবাষির্কীর ব্যাচ পরিয়ে দেন সংগঠনের কর্মীরা। প্রথমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সাংগঠনিক নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা ।

প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close