• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডিসি সম্মেলন: দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৮, ০৯:২৮
নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দিনের মত চলছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। বুধবার (২৫ জুলাই) দিনের প্রথম অধিবেশন শুরু হয় সকাল ৮টা ৪৫ মিনিটে। সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে এ দিন ৯টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি অধিবেশন বঙ্গভবনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে অনুষ্ঠিতব্য এই মতবিনিময় সভায় ৬৪ জন জেলা প্রশাসক, ৮ জন বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সচিবালয়ে অনুষ্ঠিত ৬টি অধিবেশনে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ অধিবেশনগুলোয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসিসহ কয়েকজন প্রতিমন্ত্রী অংশ নেবেন।

তিন দিনব্যাপী ডিসি সম্মেলন মঙ্গলবার (২৪ জুলাই) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কোনও বাধা এলে ডিসিদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার উদ্বোধনী অধিবেশনসহ মোট ৭টি অধিবেশন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ জুলাই) ডিসি সম্মেলনের শেষ দিন।

/এসএম

ডিসি সম্মেলন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close