• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১৫:৫৯
সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় কলেজছাত্র হাবিবুল্লাহ সরদার হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে আরও নয় জনকে। খালাস পেয়েছেন বাকি ২৩ আসামি।

সোমবার (২৩ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ডা. সাইফুল্লাহ পলাতক রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন মামুন ও জিয়ারুল ইসলাম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১১ জুলাই কৃষি জমিতে গভীর নলকূপের পানি বিতরণকে কেন্দ্র করে আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় পানি বিতরণ কমিটির সভাপতি আলিমুদ্দিন সরদারের ছেলে সাতক্ষীরা সরকারি কলেজের সম্মান বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ সরদার নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়।

বিচারে আদালত ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। দণ্ডিত অপর আসামিরা হলেন- মো. জুলফিকার, আবু হাসান, আবদুল মালেক, আবদুস সালাম, রব্বানি, বেল্লাল হোসেন, জামান, রহিম ও পিকলু। এর আগে গত ৫ জুলাই মামলার তিন জন আসামি নিজামুদ্দিন সরদার, তার ভাই খায়রুল্লাহ সরদার ও তাদের বোন জামাই রফিকুল ইসলাম আদালত চলাকালে পালিয়ে যান।

সরকার পক্ষে এ মামলা পরিচালনা করেন পিপি তপন কুমার দাস। আসামি পক্ষে ছিলেন হায়দার আলি ও তার সহযোগীরা।

/এসএম

সাতক্ষীরা,ফাঁসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close